Web Design And Development Guidelines In Bangla?

web-design


E-commerce web-template design

যদিও শাব্দিক অথ ভিন্ন তবুও ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট  একই অথে ব্যবহার করে এর শাব্দিক অথ লঙ্ঘন করা হচ্ছে অথাৎ যে ওয়েব ডিজাইন পারে সে ডেভেলপমেন্ট ওপারে আসল অথ হলো  ওয়েব ডেভেলপার  = যে প্রোগ্রামার , কোডিং করে , অ্যাপলিকেশন তৈরী করে আর ওয়েব ডিজাইনার = যে ডিজাইন করে , সাইটের বাহ্যিক রূপ কেমন হবে তা তৈরী করে সুতারাং ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার এক কথা না একজন ওয়েব ডেভেলাপারের যে বিষয়গুলো জানা দরকার তা নিন্মে দেয়া হল
*কিভাবে WWW কাজ করে ?
* HTML কী ?
*  CSS কী?                                                     
*JAVASCRIPT কী?
*XML কী?
* SERVER SCRIPTING LANGUAGE কী?
* SQL DATABASE MAKING কী?
v WWW কীভাবে কাজ করে  :
WWW হচ্ছে একটা কম্পিটার নেটওয়াক যা সারা বিশ্বে ছড়ানো WWW – কে বলা হয়ে থাকে ওয়েব এই ওয়েব কম্পিউটারগুলো একটা অপারেটিংসিস্টেমের সাথে কিছূ নিয়ম ভাষা ব্যবহারের মাধ্যমে যোগাযোগ করে থাকে
v HTML-ওয়েবের ভাষা  :
HTML – হচ্ছে ওয়েবের ভাষা , প্রত্যেক ওয়েব ডেভেলপারকে এর মৌলিক বিষয়াদি জানা দরকার HTML- markup tagsব্যবহার করা হয় ওয়েবে পেজের লেআউট তৈরী করতে কনটেন্ট লিখতে
HTML – এর tag <h1> ইংগিত করে এটা একটা – header , এবং < p > একটা – Paragraphp কে ইংগিত করে
v  CSS- ক্যাশকেডিং স্টাইল শিট :
এটাদিয়ে HTML – কীভাবে দেখাবে তা ঠিক করা যায় সি এস এস কোডগুলো আলাদা ভাবে সেভ করবেন তখন শুধুই এ্ই একটি ডকুমেন্ট এডিট করে পুরো HTML – পেজ চেহারা নিজের মতো করে বদলেদিতে পারবেন এই কাজগুলো যদি HTML- পেজে করতে হত তাহলে অনেক সময় বেশী লাগত এবং প্রতিটি পেজই কোডগুলো লিখতে হত
v Javascript- ক্লাইন্ট সাইট স্ক্রিপ্টিং :
জাভাস্ক্রিপ্ট - ক্লাইন্ট সাইট স্ক্রিপ্টিং  (ব্রাউজার স্ক্রিপ্টিং) এর জন্য ব্যাবহার হয় এটা দিয়ে পেজ ডাইনামি কনটেন্ট তৈরী করতে পারবেন
একটা জাভাস্ক্রিপ্টিstatemen দেখতে এমন : document.write("<p>" + date + "</p>")

v  XML - এক্সটেনসিবল মাকআপ ল্যাংগুয়েজ :

এটা HTML এর পরিবতে ব্যবহিত হয় না বরং এটা ডেটা বহন করে সংরক্ষণ করে

ওয়েব ডিজাইন শিখার জন্য এটাও একটা গুরুত্বপূন্য বিষয়

 

v সাভার সাইট স্ক্রিপ্টিং  :
সাভার সাইট স্ক্রিপ্টিং হচ্ছেprogramming” ওয়েব সাভারের জন্য
পূর্নাঙ্গ ডাইনামিক কনটেন্ট তৈরীর জন্য এটা জানতে হবে ‍Server site scripting Language দ্বারা আপনি ডেটাবেস থেকে ডেটা তুলে এনেHTML –পেজে দেখাতে পারেন
v SQL দিয়ে ডেটাবেস বানানো :
Structured Query Language (SQL) দিয়ে যে কোনো  ডেটবেস একসেসে নিতে পারেন যেমন : MySQL,Oracle ইত্যাদি
এটা এমন একটা ইন্জিন যেটা দিয়ে ওয়েব ডেটাবেসের সাথে তথ্য বিনিময় করা যায়

v  জুমলা, ওয়াডপ্রেস, ড্রুপাল , মেজেনন্ডো এসব কী ??
এসব হচ্ছে CMS (Content Management System) এখানে সাধারণত সবকিছূ তৈরী করা থাকে (PHP MySQL) এটা দিয়ে আপনি শুধু নিজের মত করে  এডিট করবেন আপনি যদি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নাও জানেন তবুও এসব দিয়ে ডাইনামিক সাইট তৈরী করতে পারবেন, তবে যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানে সে এর কোড এডিট করে যত সুন্দর করতে পারবে আপনি তত পারবেন না

***আপনাদের শিখার সুবিধাথে আমি কিছু সাইটের Link দিয়েছি আপনি চাইলে সাইটগুলোতে ভিজিট করতে পারেন  ভালোভাবে “Practies” করার জন্য

## https://www.w3schools.com/
## www.webcoachbd.com

@ এই Post টি যদি আপনার ভালো লাগে অবশ্যই  Like, Comment.করবেন ।

Belum ada Komentar untuk "Web Design And Development Guidelines In Bangla?"

Posting Komentar

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel