Do You Want To Build Career In Blogging???
Selasa, 24 Maret 2020
Edit
Blogging ??
 |
| make money with Blogger? |
 |
| Witting blog make money |
আজকের বিষয় Blogging। বন্ধুরা কেমন আছেন আসা করি ভালো আছেন । আজকে আমি আপনাদের সাথে Blogging আলোচনা করবো , তো চলুন শুরু করি । ব্লগিং কী সেটা আমরা কমবেশী সবাই কমবেশী সবাই জানি ।
ব্লগিং হলো একটা নিদিষ্ট বিষয় অথবা একাধীক বিষয় নিয়ে বিষয় নিয়ে লিখা লিখি করা । আপনি একটা বিষয় খুব ভালো জানেন, এখন আপনি ছাচ্চেন সেটা নিয়ে লিখা-লিখি করতে আর সেটাই হচ্ছে ব্লগিং । ব্লগিং এর মাধ্যমে আপনি আপনার লিখাকে ইন্টানেটের মাধ্যমে বিভিন্ন ব্লগ সাইটে অথবা ফেইসবুকের মাধ্যমে মানুষের কাছে পৌছে দিতে পারবেন খুব সহজে ।
আপনি ব্লগিং কেন করবেন বা ব্লগিং করে আপনার কী লাভ? ব্লগিং কেন করবেন সেটা জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে ব্লগিং সুবিধাসমূহ । প্রত্যেক মানুষই চায় সে যে কাজটা করবে সেটা যাতে তার কোনো না কোনো কাজে আসে । এখন ব্লগিং এর কাজ কী ? আপননি সাধারনত ফেইসবুক এ কিছু নিয়ে যদি লেখা-লিখি করেন তবে সেখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না । কিন্তু আপনি ব্লগিং এর মাধ্যমে ইনকার করতে পারবেন। ব্লগিং আপনি অনেকভাবে কাজ করতে পারেন । যেমন :
- বিজনেস রিলেটেড ব্লগিং ।
- কনটেন্ট রিলেটেড ব্লগিং ইত্যাদি ।
বিজনেস রিলেটেড ব্লগিং ঃ ধরুন আপনার একটি কাপড়ের দোকান আছে এবং আপনার দোকানে ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় । যেমন : ছেলেদের শাট, প্যান্ট, টি-শাট, ছোট বাচ্ছাদের পোশাক, মহিলাদের জামা কাপড অথব কসমেটিক্স ইত্যাদি। এখন আপনি আপনার বিজনেস কে বৃদ্বি চান, এবং আপনার কাচে যে প্রোডাক্ট আছে ইন্টারনেটের মাধ্যমে তা মানুষকে জানাতে চান , তাহলে আপনাকে কী করতে হবে ?
এ জন্য আপনার একটা ওয়েব সাইট থাকতে হবে বা একটা ব্লগ সাইট অথবা একটি ফেইজবুক বিজনেজ ফেজ থাকতে হবে । এ মেথডগুলো ব্যবহার করে অপনি আপনার বিজনেস কে বৃদ্বি করতে পারেন । আপনি আপনার বিজনেস রিলেটেড নিস গুলো ওয়েব সাইটের মাধ্যমে ছড়িয়ে দিতে পারবেন । এতে করে কী হবে যে মানুষজন আপনার বিজনেস সম্পর্কে জানতে পারবে এবং তারা অনলাইনের মাধ্যমে আপনার কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবে । এতে করে আপনার ব্যবসার প্রসার ঘটবে ।
যদি আপনার কাছে বিজনেস প্রোডাক্ট না থাকে, তাহলেও কোনো সমস্যা নেই , আপনি ঐ সকল কোম্পানির সাথে বা বিজনেস পার্টনারদের সাথে Contract করে তাদের প্রোডাক্টগুলো আপনার ওয়েব বা ব্লগ সাইটে Promote করতে পাবরেন । এতে করে আপনি ঐ সকল কোম্পানির প্রডাক্ট Sell করবেন এবং কোম্পানি আপনাকে প্রতি প্রোডাক্টের Sell উপর একটা কমিশন দিবে । আবার আপনার সাইটে Google Adsens মধ্যমেও Income Generate করতে পারবেন ।
কনটেন্ট রিলেটেড ব্লগিং ঃ কনটেন্ট রিলেটেড ব্লগিং হলো ঐ সকল ব্লগ সাইট যেখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো বিষয় নিয়ে লিখতে পারেন । এখন আপনি ডিসাইড করুন আপনি কোন বিষয় নিয়ে লিখবেন ।
মনেকরেন আপনি বাংলা সাহিত্যে ভালো পারেন , কবিতা, উপন্যাস , সাইন্স-ফিকশন ও গল্পের বইয়ে আপনার ভালো জ্ঞান আছে তাহলে আপনি এ স্মস্ত বিষয় নিয়ে ব্লগিং করতে পারেন । এছাড়াও আরো অনেক বিষয় আছে যেমন : গণিত, ইংরেজি, হিসাববিজ্ঞান, সাধারন বিজ্ঞান , বায়োলজি, ফিজিক্স, কেমেস্ট্রি, অথবা টেকনোলজি, বিভিন্ন টিপস, ট্রিক ইত্যাদি বিষয় নিয়ে আপনি ব্লগিং শুরু করতে পারেন । এক্ষেত্রে কোনো লিমিটেশন নাই আপনি যেটা খুশি সেটা নিয়ে লেখা-লিখি করতে পারবেন ।
আপনার লিখা Content গুলো ব্লগ সাইটে পাবলিস করবেন। এটাই হলো Content Related ব্লগিং । আপনার নিশ রিলেটেড বিষয় নিয়ে লিখবেন এবং তা পাবলিস করবেন তখন মানুষজন গুগল থেকে Search করবে এবং আপনার ব্লগ সাইটে আসবে । এভাবে মূলত আপনার সাইটে ট্রাফিক আসবে । এছাড়াও আরো অনেক উপায়ে আপনার সাইটে ট্রাফিক জেনারেট করতে পারবেন । ট্রাফিক বললে অনেকে বুঝে না , ট্রাফিক হলো ভিজিটর যারা আপনার সাইটে ভিজিট করবে ।
ব্লগিং এর মাধ্যমে আয় ??
আপনি এখন চিন্তা করচেন লিখা-লেখি করে কী ভাবে আয় করা যায় । একজন লেখন হয়তো বিভিন্ন বিষয় নিয়ে কবিতা , উপন্যাস, গান, গল্পের বই লিখে তা বিভিন্ন প্রকাশনির মধ্যমে পাবলিস করে এবং সেই বইগুলো বিক্রি করার মধ্যমে আয় করতে পারে । কিন্তু আপনাকে সেটা করতে হবে না । অপনি আপনার পছন্দসই যে কোনো বিষয়ে কনটেন্ট লিখে আপনার ব্লগ সাইটে পাবলিস করবেন । আপনার পাবলিস করা কনটেন্ট যখন মানুষ পড়বে এবং আপনার ব্লগ সাইটে ট্রাফিক আসতে শুরু করবে
Belum ada Komentar untuk "Do You Want To Build Career In Blogging???"
Posting Komentar